মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সেনাবাহিনী ও মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৩০ গ্রাম হিরোইনসহ এক নারী ও তার ছেলেকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোরে মেহেরপুর শহরের ওয়াপদা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—শিখা খাতুন, মিয়া পাড়ার নুর নবীর স্ত্রী, এবং তার ছেলে জাহিদ। অভিযান চলাকালে শিখা খাতুনের স্বামী নুর নবী পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং মেহেরপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট প্রভাংশু প্রসাদ বালার নেতৃত্বে যৌথ দলটি ওয়াপদা পাড়ার নূর নবীর ভাড়া বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ১৩০ গ্রাম হিরোইন, হিরোইন বিক্রির সরঞ্জামাদি এবং নগদ ৬২ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ৩১ ডিসেম্বর নূর নবীকে ১৩ গ্রাম হিরোইনসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আটক শিখা খাতুন, তার ছেলে জাহিদ এবং পলাতক নূর নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।