মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দ থেকে নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ২০টি সংগঠনের মাঝে প্রতিটি সংগঠনকে ২৭ হাজার ৬০০ টাকা করে মোট ৫ লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করেন।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।