মেহেরপুর নিউজ,৩১মে:
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রবিউল হাসান গাংনী উপজেলার বামন্দি তফিরুল ইসলাম ওরফে তক্কেল হত্যার দায়ে একই গ্রামের বাসেদুল সর্দার ও সোহেল রানা নামের ২ ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। রোববার বিকালের বিজ্ঞ বিচারক এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৭ সালের ৭ মার্চ বিকালের দিকে বামন্দি গ্রামের তফিরুল ইসলাম ওরফে তক্কেলের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তক্কেলের বড় ভাই হাফিজুর রহমান বাদি হয়ে ৩০২/৩৪ পেনাল কোড এ গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩।জি আর কেস নং-৭২/৯৭ ,সেশন মামলা নং-৪৬/৯৯। মামলায় গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে মোয়াজ্জেমেরে ছেলে সালাম, বামন্দির ইয়াদ আলীর ছেলে আজমত, মোফাজ্জেল হোসেনের ছেলে সোহেল রানা, অাবু হোসেনের ছেলে বাসেদুল সর্দার করে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যে আসামী বাসেদুল ও সোহেল রানা দোষী প্রমানিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামীদ্ধয় পলাতক থাকায় তাদের আটকের দিন থেকে রায় কার্যকর হবে। মামলার অপর আসামীদের দ্বয়ের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুল খালাস দেয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে একেএম আসাদুজ্জামান কোসুলীর দায়িত্ব পালন করেন।