মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর ও হরিরামপুর গ্রামবাসীর মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। জমির লিজের টাকা পরিশোধের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে হরিরামপুর গ্রামের রহিম আলী ছেলে নাহিদ (১৯),জোবান আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫) তার ভাই আব্দুর জোয়াব(৪০), আব্দুল হামিদ (৩৭), জাহিদ (৩০),রাজাপুর গ্রামের আব্দুলের ছেলে জিয়ার হোসেন (৩৫) ও রহিস উদ্দিনের ছেলে আফাদুলকে (৪৩) এবং একই গ্রামের আলাউদ্দিনের ছেলে এনামুল (৪৫) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের আফাজ উদ্দিন কয়েক বছর আগে একই ইউনিয়নের হরিরামপুর গ্রামের আব্দুর রশিদের কাছে জমি লিজ প্রদান করেন। সেই থেকে আব্দুল রশিদ ওই জমিতে চাষাবাদ করে আসছেন। আজ মঙ্গলবার দুপুরে জমি লিজের টাকা দেয়ার জন্য রাজাপুরের আফাজের নেতৃত্বে ১০-১২ জনের এক দল যুবক হরিরামপুর গ্রামে আব্দুর রশিদের বাড়িতে যায়। বিষয়টি নিয়ে দু’পক্ষের আলাপের মাঝে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথাকাটাটির এক পর্যায়ের আফাজের লোকজন আব্দুর রশিদের বাড়িতে হামলা চালায়। এসময় সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
