মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সাকার্সে আটকে পড়া অভুক্ত হাতির খাবার যোগচ্ছেন শিক্ষক মোখলেসুর রহমান। গত ২৯ লা মার্চ থেকে মেহেরপুর কলেজ মাঠে নারী পুলিশ কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে তাঁত বস্ত্র ও কুটির শিল্পমেলাসহ সার্কাসের আয়োজন করা হয়। করোনার কারনে সারাদেশের মতো মেহেরপুরেও লক ডাউনের কারনে মেলাটি অস্থায়ী ভাবে বন্ধ করে মেহেরপুর পুলিশ। এ বন্ধের কারনে সরকারি কলেজ মাঠে হাতিটিকে শিকল বন্দি করে একটি গাছের সাথে বেধে রেখে যায় হাতির মালিক । হাতিটি খাবার জন্য চিৎকার করছে। কিন্তু তার খাবার পাচ্ছেনা। হাতিটির এই আবস্থা দেখে মেহেরপুর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেসুর রহমান হাতিটির খাদ্যর যোগান দিতে এগিয়ে এসেছেন। প্রতিদিন তিনি হাতিটির জন্য বিভিন্ন গ্রাম থেকে কলা গাছ যোগার করে এনে হাতিকে দুবেলা খেতে দিচ্ছেন।
শিক্ষক মখলেসুর রহমান বলেন, মেলা বন্ধ হয়ে গেলে সমস্ত ব্যবসায়ীরা মেলা থেকে তাদের ব্যাবসা গুটে নিয়ে চলে যায়। গরীব সার্কাস মালিক আর্থিক কারনে হাতিটি রেখে চলেগেছে। সেই থেকে হাতিটি কলেজ পুকুরের পাড়ে বাধা অবস্থায় আছে। আমি যতটুকু পারি হাতিটির খাওায়ার ব্যবস্থা করি। এখন আমাকে খুব চিনে। দেখলেই সালাম দেওয়া, কাছে গেলে শুরটা এগিয়ে আমাকে টার্চ করে আদর করে মায়ায় জড়িয়েছে। এ সময় একমাত্র কলা গাছই হাতিটি বাচিয়ে রাখার ভরসা। অন্য যে কোনো মাসের তুলনায় এ মাসে কলা পাকে বেশী তাই পরিত্যাক্ত কলার গাছ সহজলভ্য। মেহেরপুরের আশেপাশের গ্রাম থেকে ২/১ ভ্যান কলা গাছ যোগার করে এনে হাতিটিকে খাওয়ানোর ব্যবস্থা করি। করোনার কারনে আমরা কত দিক দিয়ে কত সাহায্যের হাত বাড়িয়েছি। মানুষের পাশাপাশি পশুদের দিকেও আমাদের নজর দেওয়া উচিৎ।
হাতির মাহুত মজিবর রহমান বলেন, লকডাউনের কারনে হাতিটি নিয়ে যাওয়া যাচ্ছে না। তার চাহিদা মতো খাবার দিতেও পাচ্ছিনা তবে মখলেসুর রহমান বিভিন্ন গ্রাম থেকে কলাগাছ সংগ্রহ করে নিয়ে এসে হাতিটিকে খাওয়াচ্ছে।