মেহেরপুর নিউজ:
মেহেরপুরে হেযবুত তাওহীদের উদ্যোগে জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের সভাপতি জসেফ উদ্দিন, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, নারী সম্পাদক জেরিন সাবাইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানা, জেলা সম্পাদক জাহিদ মাহমুদ এবং তানজিমা খাতুন প্রমুখ।