মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় কুতুবপুর নিউ মডেল ক্লাবকে ৪১ রানে পরাজিত করেছে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব। বিজয়ী দলের লিখন ১৮ রান এবং ৪ উইকেট সংগ্রহ করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেছে টুর্নামেন্ট উপ কমিটি।
আজ মঙ্গলবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব ২৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান সংগ্রহ করে সবুজ।
জবাবে,১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুতুবপুর নিউ মডেল ক্লাব ২২ ওভার ওভার ২ বল খেলে অলআউট হয়ে যায়। তারা সংগ্রহ করে ৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে আফাজ।
