মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় নিউ জেনারেশন ক্রিক্রেট ক্লাবকে ৭৭ রানে পরাজিত করেছে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়লাভ করেছে। বিজয়ী দলের সোহাগ ৪৬ রান সংগ্রহ করায় ক্রিকেট উপ কমিটি তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেছে।
আজ বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২৮ওভার ৫ বলে সব কয়টি ইউকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে।দলের পক্ষে সোহাগ সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করে।
জবাবে ,বিরতদীর ১৭২ রানের টার্গেটে নিউ জেনারেশন ক্রিক্রেট ক্লাব ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে অলআউট হয়ে যায়। তারা সংগ্রহ করে ৯৪ রান। দলের পক্ষে আব্দুল সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে।
