দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে মেহেরপুর বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে মেহেরপুর জেলার ৩ উপজেলার পুলিশ সদর উপজেলার ৫ জন, গাংনী উপজেলার ৬ জন ও মুজিবনগর মুজিবনগর উপজেলা থেকে ৪ জনকে আটক করে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন,আটকদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। তিনি জানান, কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে এদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
