মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বড়বাজার মাছের আড়তে ১৮ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্ফ মাছ ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকালে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে এক মৎস্য চাষী মাছটি মেহেরপুর শহরের বড়বাজারে ফাইভ স্টার মৎস্য আড়তে নিয়ে আসেন। মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হলে অনেকেই তা দেখতে ভিড় করেন।
নিলামে মাছটি কিনে নেন মেহেরপুর শহরের দিঘিরপাড় এলাকার আফ্রিকা প্রবাসী তাহেরুল ইসলাম। তিনি প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ১৮ কেজির মাছটি প্রায় ১১ হাজার টাকায় কেনেন।