মেহেরপুর নিউজ:
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘২৪ এর রং’-এ গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে মেহেরপুর সরকারি মহিলা কলেজের দেওয়ালে জেলা পর্যায়ে-এ প্রতিযোগিতা শুরু হয় এবং চলে দুপুর ২টা পর্যন্ত। জেলার তিনটি উপজেলার ৯টি বিদ্যালয় এবং ৯টি কলেজ এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে- প্রথম: জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয়: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয়: মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
কলেজ পর্যায়ে-প্রথম: মেহেরপুর সরকারি মহিলা কলেজ, দ্বিতীয়: মেহেরপুর সরকারি কলেজ, তৃতীয়: গাংনী সরকারি ডিগ্রি কলেজ স্থান লাভ করে।
জেলা পর্যায়ে ২৪ এর রং এ গ্রাফিতি ও চিত্রাংকন চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সরকার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, টিটিসি’র অধ্যক্ষ ড. শামীম হোসেন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক হাসানুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আমিনুল ইসলাম। অতিথিবৃন্দ রং এ গ্রাফিতি ও চিত্রাংকন পরিদর্শন করেন।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, টিটিসি’র অধ্যক্ষ ড. শামীম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আমিনুল ইসলাম, মীর রওশন মনা এবং আরিফুল ইসলাম। ২৪ এর রং’-এ আয়োজিত এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক চিত্র শিল্পে তুলে ধরেন।
অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও চিত্রকর্ম পরিদর্শন করেন। পরে দুপুরে সরকারি মহিলা কলেজ গেটে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর।