মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগস্ট:
মেহেরপুর জেলার দু’টি উপজেলায় পল্লী কর্মসংস্থান এবং সড়ক রক্ষনাবেক্ষণ প্রকল্পের আওতায় (আর এফ আর এমপি) কর্মরত দরিদ্র নারী শ্রমিকদের জমানো সঞ্চয়ের অর্থ ফেরত দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেহেরপুর এলজিইডি।
আজ মঙ্গলবার দুপুরে এলজিইডি কনফারেন্স রুমে মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর ও মুজিবনগর উপজেলার দরিদ্র ৯০ জন নারী শ্রমিকের হাতে ৬৫ লাখ টাকা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল,কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার। সভাপতিত্ব করেন মেহেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুসসালাম।
