মেহেরপুর নিউজ,১৯ মার্চ:
মেহেরপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ৮০৩ জন ভোটার আমদহ ইউনিয়নে স্থানান্তর হওয়ায় পৌর সভার সড়ক বাতি বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে শহরের শিশুবাগান পাড়ায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় রবজুল মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, এলাকাবাসী এনামুল হক , মতিয়ার রহমান, বাবলু , চন্দন প্রমুখ।
এমপি ফরহাদ হোসেন বলেন, গ্রাম শহর, ইউনিয়ন পৌরসভা হয় কিন্তু পৌরসভা ইউনিয়ন হয় তা কখনো শুনিনি। তিনি বলেন পৌরসভার নির্বাচন নিয়েইদুর বিড়াল খেলা চলছে। আমি তা থেকে দুরে রয়েছি। আপনারা শহরের মানুষ শহরে থাকবেন। সব সমস্যা সমাধান করা হবে।
