মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার ইসলামীক ফাউন্ডেশনের উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালী, বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোবাবার সকালে ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ইসলামীক ফাউন্ডেশন থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রধান সকড় প্রদক্ষিন করে। পরে ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে হামদ-নাথ, ক্বিরাত, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊক্তব্য রাখেন মাওঃ ওমর ফারুক, আব্দুল ওহাব, আক্তারুজ্জামান প্রমুখ পরে সেখানে মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়। এদিকে মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবস উপলক্ষে ররবিবার সকাল ১০ টার দিকে গাংনী হাফিজিয়া মাদ্রাসা থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। গাংনী হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। র্যালিতে হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক ফারুকী,মাওলানা রুহুল আমিন সহ শিক্ষক ও ছাত্ররা অংশ নেয়।