মেহেরপুর নিউজঃ
মেহেরপুর স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর ৪০ ও ঝিনাইদহ হামদহ একাদশ ৪০ এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহ হামদহ একাদশ ৪০ জয়লাভ করে। খেলায় ঝিনাইদহ হামদহ একাদশ ৪০ টাইব্রেকারে ১(৪)-১(২) গোলে স্বাগতিক মেহেরপুর ৪০ কে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় মাবু গোল করে ঝিনাইদাকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় সেলিম গোল করে খেলায় সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক মেহেরপুর একাধিক গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারাই শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে ঝিনাইদার পক্ষে লিটন, জমির, বাপ্পি এবং আসাদ একটি করে গোল করেন।
মেহেরপুরের পক্ষে সেলিম এবং রমে গোল করলেও মিলন এবং রফিকুলের শট ঝিনাইদার গোলরক্ষক সাইফুল আটকে দেন। খেলায় বিজয়ী দলের সাইফুল এবং আসাদ। মেহেরপুরের সেলিম ও সোহেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাক্তন খেলোয়াড় এমদাদুল হক, মন্জা পুরস্কার তুলে দেন। এর আগে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূূয়ীদুর রহমান খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি খেলোয়াড়দে সঙ্গে পরিচিত হন।
খেলা শুরুর প্রাক্কালে অতিথি খেলোয়াড়দের রজনীগন্ধার স্ট্রিট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে এর আগে প্রথম প্রীতি ম্যাচে ঝিনাইদার মাঠে স্বাগতিকদের পরাজিত করে মেহেরপুর। শুক্রবার মেহেরপুরে এওয়ে ম্যাচে অতিথি দল জয় লাভ করে পরাজয়ের প্রতিশোধ নেয়।