মেহেরপুর নিউজ:
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সহযোগিতায় মহামারি করোনাভাইরাসের চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীদের ব্যবহারের জন্য ৫০ পিচ মাক্স ও ২৫ সেট ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) পিপিই বিতরণ করেছে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
রবিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি হাজী গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক উপস্থিত থেকে সিভিল সার্জন নাসির উদ্দীনের হাতে ২৫ সেট পিপিই ও ৫০ পিচ মাক্স তুলে দেন।
মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাসের ঝুকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে। তাদের ব্যক্তিগত সুরক্ষায় (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট)পিপিই কার্যকর ভূমিকা রাখবে।তিনি মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে ধন্যবাদ জানান।
মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি হাজী গোলাম রসুল বলেন,দেশের যে কোন দুর্দিনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সব সময় মানুষের পাশে দাড়িয়েছে তার ধারাবাহিকতায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসা কাজে নিয়জিতদের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।