মেহেরপুর নিউজ:
বাংলাদেশী শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, সাংস্কৃতিক কর্মী শাশ্বত নিপ্পন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার ৩টি উপজেলার বিজয় শিশুরা জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজয়ী শিশুরা খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।