মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট:
মেহেরপুর জেলার বিভিন্ন্ স্থানে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষের জের ধরে পরিস্থিতি মোকাবেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।মোতায়েনকৃত বিজিবি সদস্যরা বর্তমানে গাংনীতে অবস্থান করছে। কিছুক্ষনের মধ্যে তারা মেহেরপুর শহরে এসে পৌছাবে বলে নিশ্চিত হওয়া গেছে।
মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন কুষ্টিয়া বিজিব সেক্টর কমান্ডারের কাছে ২ প্লাটুন বিজিবি মোতায়েনের আবেদন জানান। এরই প্রেক্ষিতে মেহেরপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার মিরপুর ৩২ ব্যাটালিয়ন সেক্টরের মেজর তারেক এর নেতৃত্বে ৩ প্লাটুন (৬ গাড়ি) বিজিবি বর্তমানে মেহেরপুরের গাংনী শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।
মেহেরপুর পুলিশ সুপার মেহেরপুর নিউজের সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবু আক্তারকে মোবাইল ফোনে জানান, বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে। পরবর্তিতে যে কোনো ধরনের নাশকতা রোধ করতে মেহেরপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়া হয়।