মেহেরপুর নিউজ :
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর উদ্যোগে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলের নাম ঘোষণা করা হয়েছে। ডায়ান ইসলামকে অধিনায়ক করে ১৪ সদস্য ক্রিকেট দল সহ ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।
দলে অন্যদের মধ্যে নাঈম ইসলাম,সোয়াইম হোসেন আসিফ, শোয়েব রিসান, রাকিব ইসলাম শ্রাবন, রাশেদুজ্জামান সেলিম, শিহাব শেখ, রেদওয়ান খান, জাকিরুল ইসলাম, মাহফুজুর রহমান, বিপুল জোয়ারদার, মোস্তাকিম হোসেন, বনি আমিন ও সানোয়ার আজিম। দলের কোচ হিসেবে হাসানুজ্জামান হিরণ এবং অফিশিয়ালি, আসাদুল ইসলাম স্বপন।
রবিবার সকালে নড়াইল উদ্দেশ্যে মেহেরপুর জেলা দল মেহেরপুর ত্যাগ করবেন। সোমবার সাতক্ষীরা জেলা দলের সাথে মেহেরপুর প্রথম খেলায় মোকাবেলা করবে।