মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মার্চ:
মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে হাজী মোঃ মোজাম্মেল হক সভাপতি এবং মোঃ নুরুল ইসলাম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেমায়েত হোসেন ও জেলা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি’র আহবায়ক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ন কবির উপস্থিত থেকে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন।
আজ শনিবার মেহেরপুর হালদারপাড়ায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে মোজাম্মেল ও সামাদ প্যানেলের ১৬জন এবং ১ জন সতন্ত্র প্রার্থি বিনা প্রতিদ্বন্দীতায় নিবাচিত হয়।
নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আঃ সামাদ,সহ-সভাপতি পদে মোঃ হাসান আলী, যুগ্ন সম্পাদক পদে মহীউদ্দীন আহাম্মেদ, সহ সম্পাদক পদে মোঃ হায়দার আলী খান, ক্যাশিয়ার পদে মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে হাজী মোঃ ইউনুচ আলী, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুর রহমান, নির্বহী সদস্য পদে মোঃ সামসুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুস সাদেক, মোঃ শাহাবুদ্দীন, খন্দকার আব্দুল মান্নান, মোছাঃ ছালেহা খাতুন ও মোছাঃ মাবিয়া খাতুন।
