মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচারণা শুরু করেছে।
সোমবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম প্রচারণার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। “সরকারের নির্দেশনা মেনে চলি, হাত ধোয়ার অভ্যাস, করি মাস্ক ব্যবহার করি, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, পরিস্কার পরিচ্ছন্ন থাকি, মানবিক আচরণ করি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি”।
এসকল স্লোগান নিয়ে মেহেরপুরের প্রতিটি গ্রামে মাইকযোগে প্রচার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবুল, সিরাজুল ইসলাম, মোখলেসুর রহমান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। প্রচারণা সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়মাবলী সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়।