মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি,গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেল সুপার মনির হোসেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজা আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায়,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা খাদ্য অফিসার মনিরুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার প্রমূখ।