মেহেরপুর নিউজ, ১০ ফেব্রুয়ারী:
মেহেরপুরে জেলা এনজিও সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনকে সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠি ডিসি ইকো পার্ক প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডিবিএস’র নির্বাহী পরিচালক আবু জাফর, জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ খান ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি রেহেনা খাতুন, নির্বাহী সদস্য মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু নাসের চৌধুরী, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মইন উল আলম, এসপিডি’র ব্যবস্থাপক ওয়াজেদ আলী, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ব্যবস্থাপক শেফালি খাতুন, জাগরনী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মহিতুজ্জামান মিলন, আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক আশানুর রহমান।