মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুজ জামান, ক্রীড়া শিক্ষক ফারহা হোসনে লিটন প্রমূখ।