মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের তিন বছরের মেয়াদ শেষ হওয়া কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কমিটির সভাপতি ডা: আবু তাহের সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুল লতিব লিখিত ভাবে তাদের পদ থেকে পদত্যাগ করেন। সেই সাথে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
কমিটির বিলুপ্ত ঘোষনার বিষয়টি নিশ্চিত করেন ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: শাহীন হোসেন। তিনি বলেন, আমাদের বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির জন্য সভাপতি ও সম্পাদক তাদের নিজ পদ থেকে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
আগামীতে নতুন কমিটির জন্য দ্রুত সময়ের মধ্যে জেনারেল মিটিং এর মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।