মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে জেলা পরিষদ মিলনাতনে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালামের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, অর্থবছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা ও বিভিন্ন উন্নয়ন কাজের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মাসিক সভার শেষে সভাপতির বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু এদেশে জন্মা গ্রহণ না করলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। তাই আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে মেহেরপুর জেলা পরিষদকে দূর্নীতি মুক্ত জনবান্ধব সেবা মূলক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এসময় জেলা পরিষদের অন্যান্য সদস্যগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।