মেহেরপুর নিউজ:
মেহেরপুরে আন্তঃ জেলা ট্রান্সফরমার চোরচক্রের ৪ সদস্যকে আটক করার পর মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনেএ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ব্রিফিং এর বক্তব্য রাখেন। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম তার বক্তব্যে বলেন, মেহেরপুর একটি কৃষি নির্ভর জেলা হওয়াতে এ জেলার মাঠেঘাটে প্রচুর সংখ্যক বৈদ্যুতিক সেচ পাম্প বিদ্যমান। গত ২/৩ মাস যাবৎ মেহেরপুর এবং আশপাশের জেলার ফসলের মাঠ থেকে একটি সংঘবদ্ধ চোরচক্র আনুমানিক ৪০/৪৫টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মেহেরপুর সদর এবং মুজিবনগর থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়। উক্ত চুরির ঘটনা মেহেরপুর জেলা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর পুলিশের একটি চৌকশ দল চোর চক্রকে সনাক্ত করে এদের আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, চোর চক্রের আরও কয়েক জন আমাদের নজরে আছে । ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, ডিবি’র ওসি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।