মেহেরপুর নিউজ,১৮ অক্টোবর:
মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম রোববার সকালে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক কারাগারে পৌছালে জেল পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক তাদের সালাম গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলার এনায়েত হোসেন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কারাগারে বন্দিদের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন।