মেহেরপুর নিউজ:
বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য , যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে সবুজায়ন নগরী গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
রবিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে খেজুরের চারা রোপনের মাধ্যমে সবুজায়ন নগরী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম উপস্থিত থেকে খেজুরের চারা রোপন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, এনডিসি গোলাম রাব্বানী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।