মেহেরপুর নিউজ:
মেহেরপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নির্দেশে সহকারী কমিশনার মইদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর মেহেরপুর জেলা প্রশাসকের একটি টিম ও মেহেরপুর সদর থানার একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
শনিবার বিকেলে মেহেরপুর শহরে ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে এই অভিযান পরিচালনা করেন তারা। এসময় তারা মানুষকে সচেতন করে এবং অযথা বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকার কথা বলে।