মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেহেরপুর পৌরসভা সহ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, কুতুবপুর, পিরোজপুর, বুড়িপোতা এবং আমদাহ ইউনিয়ন এর জন্য প্রায় ৮শ পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হয়।
রবিবার সকাল থেকে এ সকল খাদ্য সামগ্রী পাঠানো হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম উপস্থিত থেকে এ সকল খাদ্য সামগ্রী পাঠান। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।