মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ও ৬ আগস্টের কর্মসূচি সফলভাবে উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে এ সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ এবং সদস্য ইলিয়াস হোসেন, মো. আলমগীর খান ছাতু, মো. আনছার উল হক, মীর ফরুক, রোমানা আহমেদ, এমএকে খাইরুল বাশার ও ওমর ফারুক লিটন।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মশিউর রহমান দিপু, রাইহান কবির, ইমন বিশ্বাস, সাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আশরাফুল হক কালু, আবু ইউসুফ মিরন, সামিউল ইসলাম সনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানি, জাসাসের সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রমিক প্রমুখ।
সভায় বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।