মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদকে গতিশীল ও নির্চিত সদস্যদের দায়িত্ব বন্টন উপলক্ষে শনিবার দুপুরে কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগাঠনিক কমান্ডার আমিরুল ইসলাম,উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম কিবরীয়া, দাউদ হোসেন, হুমায়ন কবির, আমজাদ হোসেন, খিদির আলী, হায়দার আলী প্রমুখ। সভায় জেলা কমান্ডার বশির আহমেদ মেহেরপুর জেলায় ২’শ জন মুক্তিযোদ্ধাকে রেশন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার জোর দাবি জানান।