মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২,মার্চ:
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নিবাচনের ভোট গ্রহন চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুর হয়। বিরতীহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ ভোট গ্রন চলছে। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে লড়ছেন ৪২ প্রার্থী। ইউনিয়নের ২ হাজার ৬’শ ৮২ জন ভোটার তাদেরর ভোটাধীকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেব দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। নির্বাচন পরিচালনা করার লক্ষে ৬ সেটে ১৮ জন পোলিং এজেন্ট তাদের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন মেহেরপুর নিউজকে বলেন,সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। শান্তিপূর্নভাবে আজকের ভোট গ্রহন শুরু হয়েছে বলে তিনি জানান।
