মেহেরপুর নিউজ:
নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদকের সামনে রেখে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্ব মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মৎস্যজীবী উৎপাদন খামারের ব্যবস্থাপক ইকবাল শরীফ, মৎস্য চাষী মফিজুর রহমান লিখন, হিসাব উদ্দিন, ক্ষেত্র সহকারী আহসান হাবীব প্রমূখ। এর আগে সেখানে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।