মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা স্কাউট ভবনে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোরের একটি দল ভবনের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারিতে রাখা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সোমবার সকালে ভবন খুলতে গিয়ে চুরির ঘটনাটি নজরে আসে। ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।