মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমানের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর, মদনা ডাঙ্গা, আলমপুর, শ্যামপুর, ঝাউবাড়িয়া, গোপালপুর সহ বিভিন্ন এলাকার মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর আমবাগানে আর্থিক সহযোগিতা প্রদান এর মধ্য দিয়ে ওই এলাকার প্রায় ১৪ টি গ্রামের অসহায় দিনমজুরদের মাঝে আর্থিক অনুদানের সূচনা করা হয়।
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন আর্থিক অনুদান প্রদান এর উদ্বোধন ঘোষণা করেন।এ সময় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বলেন দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি করোনা ভাইরাস থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।