মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমানের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামবাসীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে সকল মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম। মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়ন হাবিব, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ। পরে সেখানে মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়। মতিউর রহমান মতির ব্যক্তিগত উদ্যোগে বেলতলা পাড়া গ্রামে ৫শ মাস্ক বিতরণ করা হয়