মেহেরপুর নিউজঃ
আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার রাতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ড. আলিবদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীদের তালিকা অনুযায়ী-সভাপতি পদে: আবু হানিফ, হাফিজুর রহমান, আব্দুস সামাদ। সিনিয়র সহ-সভাপতি: আল আমিন, নজরুল ইসলাম। সহ-সভাপতি: শামসুজ্জামান মিঠু, শামীম হাবিব। সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম শফিক, আলাল মালিথা। সিনিয়র যুগ্ম সম্পাদক: লিটন মিয়া, রনি শেখ। যুগ্ম সম্পাদক: সাহেব আলী, রাকিবুল ইসলাম। অর্থ সম্পাদক: আব্দুল মতিন, শহীদুল্লাহ বাদল। দপ্তর সম্পাদক: আশাবুল হক, ফেরদৌস আলী। ক্রীড়া সম্পাদক: রাসেল বিশ্বাস, আলহামদো। নির্বাহী সদস্য: ইউনুস আলী, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, স্বপন।
মনোনয়নপত্র দাখিলের সময় তহবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াজেদুল হক জেদু ও শাহনেওয়াজ উদ্দিন বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ আগস্ট মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে।