মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন:
মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উর্দ্দেশ্য নিয়ে যাওয়া ৪৮ বস্তা(১৮ মন) চায়না রসুন সহ ২ চোরাকারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন,হরিরামপুর গ্রামের মৃত মল্লিক মন্ডলের ছেলে হোসাইন(৫০) এবং একই গ্রামের রবতুল্লাহ’র ছেলে কামাল(৩৫)। পালিয়ে বেঁচেছে রসুনের মূল মালিক চোরাকারবারী দলের দলনেতা হরিরামপুর গ্রামের বদরউর্দ্দীনের ছেলে ভলন। আটককৃত রসুনের আনুমানিক মূল্য অর্ধলক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,আটককৃতরা রসুন ভারতে পাচারের উদ্দের্শ্য রাতের আঁধারে বুড়িপোতা সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ট্রলি সহ রসুন আটক করে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বটতলার মোড়ে ওৎ পেতে বসে থাকে। হরিরামপুর গ্রাম থেকে চায়না রসুন ভর্তি ট্রলি গোভীপুর বটতলার তিনরাস্তার মোড়ে পৌছালে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশ রসুনের ট্রলি সহ দু’চোরাকারবারীকে আটক করে। পালিয়ে যায় রসুনের মুল মালিক ভলন।