মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র রমজানের ১১তম দিনে কুরআন ও হাদিসের আলোকে তারাবি ও কিয়ামুল লাইলের মাঝে পার্থক্য” বিষয়ের উপর আলোচনা করেন বারাদি মদিনাতুল উলুম কওমি মাদরাসার শিক্ষকঃ মুফতি মাসউদুর রহমান। অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত করেন বারাদি মদিনাতুল উলুম কওমি মাদরাসার ছাত্র মোহাম্মদ আব্দুল মমিন। গজল পরিবেশন করেন বারাদি মদিনাতুল উলুম কওমি মাদরাসার ছাত্র মোহাম্মদ মঈন আহমেদ।