মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে
রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২১ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। সদকাতুল ফিতির কি ও কেন এবং সাদকাতুল ফিতিরের ফাজায়েল ও মাসায়েল বিষয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসা ( বালক বালিকা শাখা) ও নূরানী কিন্ডারগার্টেন শাখার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাহিদুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন বামনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং মেহেরপুর পৌর ইমাম পরিষদের প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ। গজল পরিবেশন করেন আল্লার দর্গা মাদরাসার ছাত্র মোহাম্মদ হাফেজ রেদওয়ান হোসেন