মেহেরপুর নিউজ:
মেহেরপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিটিআই মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিটিআই’র সুপার শামসুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বক্তব্য শেষে চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।