মেহেরপুর নিউজ:
সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন মানুষের মাঝে মেহেরপুর সদর উপজেলার ইউপি সদস্য আরমান আলীর নিজ উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ইউপি সদস্যের নিজ বাসভবনে ৫০০ টি পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
বুধবার বিকালে ইউপি সদস্য আরমান আলী উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ শতাধিক অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি সরকারের নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার আহবান জানান। এবং সেই সাথে সমাজের সামর্থ্যবান মানুষকে দেশের এই দুসময়ে এগিয়ে আসার আহবান জানান।