মেহেরপুর নিউজ:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর সদর থানার পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) সাদমানি‘র উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিহীন চলাচল কারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। মেহেরপুর সদর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এসময় মেহেরপুর সদর থানা পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) সাদমানি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সচেতনতা সর্তকতা অবলম্বল করলেই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।