মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকায় নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে সরকার নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে চাল এবং ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়।
মেহেরপুর জেলা খাদ্য কর্মকর্তা আসমাউল হুসনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, ইন্সপেক্টর দেবদূত রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ডিলাররা হলেন: ১ নম্বর ওয়ার্ড: আনিসুজ্জামান বাবু, ২ নম্বর ওয়ার্ড: আশরাফুল হক,৩ নম্বর ওয়ার্ড: সাইদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড: আবুল কালাম, ৫ নম্বর ওয়ার্ড: বিল্লাল, ৬ নম্বর ওয়ার্ড: ডাবলু, ৭ নম্বর ওয়ার্ড: গোলাম মোস্তফা কালু, ৮ নম্বর ওয়ার্ড: দিল আফরোজ, ৯ নম্বর ওয়ার্ড: হাজি বাবর আলী।
স্থানীয় জনগণের মাঝে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।