মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য জেলা স্থান নির্বাচন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. বখয়ার উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, আরডিসি নাদির হোসেন শামীম, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, গণপূর্ত বিভাগের প্রকৌশলী জামাল উদ্দিন এবং পুলিশ পরিদর্শক মহাদ্দিস মোর্শেদ চৌধুরী প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সম্ভাব্য ভূমি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ, যোগাযোগ সুবিধা, জনস্বার্থ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় নিয়ে সঠিক স্থান নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
মেহেরপুরবাসীর বহু প্রতীক্ষিত এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের এধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।