মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নামফলক উন্মোচন করে সীমানা প্রাচীর নির্মাণের কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে বিশেষ দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন।
উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার মান উন্নত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।