মেহেরপুর নিউজ:
মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে মেহেরপুর ফুড গোডাউন ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে সায়েদ-আকাশ জুটি,আনিচ- সালাউদ্দিন জুটি জাহিদ-ঝন্টু জুটি এবং সবুজ- সতীশ জুটি সেমিফাইনালে উঠেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় সায়েদ-আকাশ জুটি সাহিদ-নেহাল জুটিকে,আনিচ- সালাউদ্দিন জুটি উদয়-শোভন জুটিকে, জাহিদ-ঝন্টু জুটি মিজান-আরাফাত জুটিকে এবং সবুজ- সতীশ জুটি হৃদয় কাবির জুটি কে পরাজিত করে।