মেহেরপুর নিউজ:
মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে মেহেরপুর ফুড গোডাউন ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে দ্বিতীয় জুটি হিসেবে আশিক ও সালাউদ্দিন জুটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আশিক-সালাউদ্দিন জুটি ২৭-২৫, ১৬-২১ এবং ২১-১২ সেটে সবুজ-সতিস জুটিকে পরাজিত করে।